বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সংলগ্ন ৪৬ ও ৪৭ নম্বর আন্তর্জাতিক পিলারের ওপারে স্থলমাইন বিস্ফোরণে মো. বেলাল (৩৭) নামে একজনের বাম পা উড়ে গেছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপার থেকে গরু পাচার করতে গিয়ে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে।
আহত মো. বেলাল কক্সবাজার জেলার রামু উপজেলাধীন পূর্ব হাজিরপাড়া এলাকার বাসিন্দা। সংকটাপন্ন অবস্থায় তাকে দ্রুত কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে মাদক ও গরু পাচারের অভিযোগ রয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক হয়ে দীর্ঘদিন কারাভোগের পর সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে আসেন। ধারণা করা হচ্ছে, সীমান্তের ওপার থেকে গরু পাচার করে নিয়ে আসার পথে তিনি স্থল মাইন বিস্ফোরণের শিকার হন।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন এবং নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান স্থল মাইন বিস্ফোরণে এক ব্যক্তি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মো. বেলালকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিস্ফোরণে তার বাম পা উড়ে যাওয়ায় ব্যাপক রক্তক্ষরণে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা
বিডি প্রতিদিন/এমআই