হবিগঞ্জের নবীগঞ্জে তহুরা বেগম (৫৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে নবীগঞ্জ পৌর এলাকার চরগাও গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তহুরা বেগম ওই গ্রামের ঝারু মিয়ার স্ত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, সকালে তহুরা বেগমের মরদেহ তার নিজ ঘরের বিছানায় গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। এসময় তারা চিৎকার শুরু করলে আশপাশের স্বজনরা এগিয়ে আসে।
পরে তারা বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। খবর পেয়ে নবীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবুল খয়েরসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ রহস্য উদঘাটনে কাজ করছে। এ ঘটনায় ওই নারীর স্বামী ঝারু মিয়া, ছেলে মঞ্জিল মিয়া ও রমজান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, আশাকরি দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক