গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শুক্রবার সকালে বিতর্ক প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সাপ্তাহ ও ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়সহ বিভিন্ন স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতায় ট্যানেলপুল স্কুলকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএ