নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার ডেবরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৬০), তার ছেলে সোহাগ (২৭) এবং নাতি ইভান (৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোপাড়া গ্রামের শহিদুল ইসলাম, তাদের ছেলে এবং নাতিকে নিয়ে লালপুর থেকে মোটরসাইকেলযোগে গোপালপুর যাচ্ছিলেন। পথিমধ্যে তারা ডেবর পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহাগ ও তার ছেলে ইভানের মৃত্যু হয়। অন্যদিকে স্থানীয়রা শহিদুল ইসলামকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে যাত্রীবাহী বাসটি জব্দ করলেও বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
বিডি প্রতিদিন/আরাফাত