২৯ নভেম্বর, ২০২২ ১৭:০০

ফুলবাড়ীতে আমন ধান-চাল সংগ্রহ উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

ফুলবাড়ীতে আমন ধান-চাল 
সংগ্রহ উদ্বোধন

কৃষকের কাছ থেকে ধান নিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী গুদামে আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ফুলবাড়ী এলএসডি গোডাউন প্রাঙ্গনে ফুলবাড়ী উপজেলার দাদপুর গ্রামে কৃষক দিপেন চন্দ্রর নিকট থেকে ১ টন ধান ও মেসাস এসবি হাসকিং মীল মালিক মজিবর রহমানের নিকট থেকে ৫ দশমিক ১০ টন চাল ক্রয় করে, আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়।

ফুলবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায়, আমন মৌসুমে এ উপজেলার ফুলবাড়ী ও মাদিলা হাট দু’টি গুদামে, সরাসরি কৃষকের নিকট থেকে ২৮ টাকা কেজি দরে ১ হাজার ৬ টন ধান ও মিল মালিকদের নিকট থেকে ৪২ টাকা কেজি দরে, ৩ হাজার ৭৪ টন চাল ক্রয় করা হবে।

আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধনকালে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। 
বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী পৌরসভা মেয়র মাহমুদ আলম লিটন, জেলা পরিষদ সদস্য ও চাউলকল মালিক সমিতির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাবু। আরও বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন, চাউল কল মালিক সমিতির সভাপতি সামসুল হক মন্ডল প্রমুখ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর