৩ ডিসেম্বর, ২০২২ ১১:৫৩

জয়পুরহাটে তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে তৃতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট চলছে

১০ দফা দাবিতে তৃতীয় দিনের মতো রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের অংশ হিসেবে জয়পুরহাটেও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) কোনো রুটে বাস ছেড়ে যায়নি। বাহির থেকেও কোনো বাস জেলায় প্রবেশ করেনি।

গণপরিবহন চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। অটোরিকশা বা ছোট বাহনে অনেকে গন্তব্যে পৌঁছাচ্ছেন। তবে, এজন্য গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। এছাড়া চাপ বেড়েছে ট্রেনে।

২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন, মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমন, ভটভটির মতো অবৈধ যান চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক ও শ্রমিক পরিষদ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোর থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়। 

তাদের দাবি না মানা পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক পরিষদের নেতারা। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর