৩ ডিসেম্বর, ২০২২ ১৮:৫৭

আত্রাই নদীর ভারসাম্য রক্ষায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

দিনাজপুর প্রতিনিধি

আত্রাই নদীর ভারসাম্য রক্ষায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

‘বদলে যাব, বদলে দিব’ স্লোগানের শপথ নিয়ে আত্রাই নদীর ভারসাম্য রক্ষা ও পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা সৃষ্টিতে নদীর ধারে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পরিস্কার করেন স্বেচ্ছাসেবীরা।

শনিবার দুপুরে পরিবেশ রক্ষায় দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে এই পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম ও শপথ গ্রহণ করান স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন রিভার বাংলাদেশ। 

খানসামা উপজেলার জিয়া সেতুর দক্ষিণে ক্লিন রিভার বাংলাদেশের নীলফামারী জেলা শাখার আয়োজনে নীলফামারী ডিস্ট্রিক্ট ক্যাপ্টেন মো. আ. জব্বারের নেতৃত্বে ‘বদলে যাব, বদলে দিব’ স্লোগানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় আত্রাই নদীর ভারসাম্য রক্ষা ও পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন ধরনের ময়লা পরিস্কার করা হয়। 

এ সময় পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে স্বেচ্ছাসেবক মানিক চন্দ্র রায়, আফজালুর রহমান সোহাগ, জবা রায়, ছবি রাণী রায়, রাশেদুল ইসলামসহ ক্লিন রিভার বাংলাদেশের নীলফামারী জেলা ও খানসামা উপজেলার স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর