নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলার বিএনপির আরও ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি) মোঃ মশিউর রহমান (পিপিএম বার)।
গত কয়েক দিনে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও নাগরিক ঐক্যের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করে।
শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হলেন, সিদ্ধিরগঞ্জ গোদনাইল এলাকার বাসিন্দা মৃত আব্দুল মালেক ভুঁইয়ার ছেলে সাবেক থানা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ রাজিব ভুঁইয়া (৩৪), নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য মৃত ওসমান গনি মাস্টারের ছেলে মোঃ কাজী গোলাম কাদির (৫২) এবং ৪ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকার আঃ হকের ছেলে মোঃ সোহেল (৫০)।
ওসি জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে আসামিদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক দেবাশিষ কুণ্ডু বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, জামায়াতে ইসলাম ও গণঅধিকার পরিষদের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়।
আর গত (২৭ নভেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর ককটেল নিক্ষেপের অভিযোগে বিএনপির ৩৯ জন নেতাকর্মীদের নামে আরেকটি মামলা দায়ের করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন।
মামলা হওয়ার পর গত কয়েক দিনে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন বিএনপি ও নাগরিক ঐক্যের নেতাকর্মীকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন