চুয়াডাঙ্গায় বিএনপির চার নেতাসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিএনপির আটক নেতারা হলেন- জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, গ্রাম বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল ইসলাম মেহেদী।
পুলিশ জানায়, নাশকতা পরিকল্পনাকালে পাঁচটি ককটেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের চার আটক করা হয়েছে। একই অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো ১০ জনকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ জানান, ঘুমন্ত অবস্থায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আটক করছে পুলিশ। একই সাথে তাদের নামে গায়েবি মামলাও দেয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন জানান, বিএনপির আটক চার নেতার নামে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম