কিশোরগঞ্জে নালার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকার মাহফুজ মিয়ার ছেলে মো. অর্ক (৪) ও সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের গাগলাইল গ্রামের মাসুদ মিয়ার ছেলে সিয়াম (৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের গাগলাইল এলাকায় ঘটনাটি ঘটে।
দানাপাটুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন দুলাল এই তথ্য নিশ্চিত করে জানান, শিশু দুটি সম্পর্কে তার নাতি। প্রায় তিন মাস পূর্বে অর্কের মা জুয়েনা বেগম মারা যায়। এরপর থেকে সে তার মামার বাড়িতে নানির কাছে থাকতো। বৃহস্পতিবার দুপুরের দিকে অর্ক তার বড় ভাই মাশরুম ও মামাতো ভাই সিয়ামকে নিয়ে খেলতে বের হয় । খেলার একপর্যায়ে বাড়ির দক্ষিণ দিকে জয়নাল মিয়ার নালাতে পড়ে যায় অর্ক ও সিয়াম। মাশরুম দৌড়ে গিয়ে তার নানিকে এই খবর জানায়। খবর পেয়ে বাড়ির লোকজন গিয়ে নালা থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে। পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে খোঁজখবর নিয়ে পানিতে ডুবে মৃত দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল