রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের ১৫ হাজার কর্মীর মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে শিকদারীর সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে শীতবস্ত্র তুলে দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হক। এর আগে গত ১ ও ২ জানুয়ারি দুই দফায় ১০ হাজার কর্মীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনা গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, ভবানীগঞ্জ পৌর মেয়র আবদুল মালেক প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ