মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এডভোকেট আ. ক. ম. মোজাম্মেল হক এমপি বলেছেন, শিক্ষার্থীদের কর্মমুখী ও যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সরকার ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপনের উপর জোর দিয়েছে। এতে দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে উঠতে সহায়ক হবে।
তিনি শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভাওয়াল রাজবাড়ি মাঠে জেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী ‘চাকরি মেলা’র উদ্ধেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দেশের অগ্রগতিতে বিদেশে কর্মরত জনগোষ্ঠীর পাঠানো রেমিট্যান্স বিরাট অবদান রাখছে। যারা বিদেশে চাকরি করতে যান, তাদের দক্ষ হবার পাশাপাশি ব্যবহারিক শিক্ষা গ্রহণ করতে হবে। আর দেশকে স্বাবলম্বী করতে যারা শিল্প কলকারখানায় চাকরি করেন, তাদের স্ব স্ব বিষয়ে যোগ্যতা ও যুগোপযোগী শিক্ষা থাকতে হবে। পরে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বঙ্গবন্ধু শেখ মুজিবার রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: গিয়াসউদ্দিন মিয়া, বিজিএমইএ-র সভাপতি ফারুক হাসান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) মো. ওয়াহিদ হোসেন, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ।
মেলার প্রথমদিন কয়েক হাজার চাকরি প্রার্থী ওই মেলায় আসেন। তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে কাঙ্খিত চাকরিদাতা প্রতিষ্ঠানে তাদের আবেদন জমা দেন।
আয়োজক সূত্রে জানা গেছে, চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সংযোগ স্থাপন ও চাকরি প্রার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে ‘চাকরি মেলা’ ইতিবাচক ভূমিকা রাখবে। শিক্ষিত ও দক্ষ বেকারের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ৪০টির মতো প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
বিডি প্রতিদিন/এএম