বরিশাল নগরীর চাঁদমারীর বঙ্গবন্ধু কলোনীতে আগুনে পুড়েছে দোকানসহ ৪টি ঘর। এই আগুনে আরও কমপক্ষে ১৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে জেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে সহায়তার আশ্বাস দিয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ওই কলোনীর হাসিনা বেগমের ঘরে আকস্মিক আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই তিনটি বসত ঘর ও একটি দোকান পুরোপুরি পুরে যায়। আরও অন্তত ১৫টি ঘর কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। ঘটনাস্থলে কেউ আগুনের সূত্র নিশ্চিত করে বলতে পারেনি।
এ ঘটনা তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্তরা সাহায্যের দাবি জানিয়েছেন। আগুনের কারণ অনুসন্ধান করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস উপ পরিচালক মো. মিজানুর রহমান।
এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের সমবেদনা জনান এবং সাহার্য্যের আশ্বাস দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন