১৮ জানুয়ারি, ২০২৩ ১৫:৩৭

সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

গাঁজাসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের বেলকুচিতে দুই কেজি গাঁজাসহ আব্দুল আওয়াল (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার সকালে বেলকুচির ক্ষিদ্র গোপরেখী গ্রামের পাকা রাস্তার উপর অভিযানটি চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি বেলকুচির মেঘুল্লা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ আাইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর