দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, দেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। শেখ হাসিনার হাতেই দেশকে নিরাপদ মনে করেন জনগণ। যে কোনও দুর্যোগ মোকাবেলায় শেখ হাসিনার সিদ্ধান্ত গ্রহণের সাহসিকতা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
বুধবার (১৮ জানুয়ারি) ছলিমাবাদ ইউনিয়নের নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের সকল স্তরের লোক সুবিধা ভোগ করছে। দারিদ্র্য ও হতদরিদ্রদের মাঝে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে জমি এবং পাকা ঘর তৈরি করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন শেখ হাসিনা। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত উপবৃত্তির মাধ্যমে শতভাগ শিক্ষিত করার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিশ্বের উন্নত দেশগুলোর শিক্ষা ব্যবস্থার সাথে পাল্লা দিয়ে তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় লাভের জন্যে নতুন নতুন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমার, সহকারি কমিশনার ভূমি কাজী আতিকুর রহমান, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ নূরে আলম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি এমএস রানা, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আ. রাজ্জাক প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ