সাতক্ষীরার কলারোয়ায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় ৬ বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কলারোয়া উপজেলার গয়ড়া কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুমতাহিনা একই এলাকার আলমগীর হোসেনের কন্যা। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেন তার কন্যা মুমতাহিনাকে নিয়ে মোটরসাইকেলযোগে গয়ড়া কলেজ মোড় এলাকায় পৌছালে পিছন দিক থেকে মাটিবাহী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। ট্রাক্টরে চাপা পড়ে এবং মুমতাহিনা ঘটনাস্থলেই নিহত হয়। তার বাবা আলমগীর হোসেন আহত হন। ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মৃধা জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যায়। ট্রাক্টরটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ