ছারপোকার কামড়ে অতিষ্ঠ হয়ে বাসায় ছিটিয়েছিলেন ওষুধ। আর সেই ওষুধের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে পোশাককর্মী দুই বোনের। ঘটনার শুরুতে বিষয়টি রহস্যজনকভাবে মনে করা হয়েছিল। কিন্তু পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এ তথ্য।
ইপিজেড থানার ওসি আবদুর করিম বলেন, দুই বোনই একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রাতে বাসায় এসে তারা তাদের রুমে ছারপোকার উৎপাত ঠেকাতে ওষুধ দেয়। কিন্তু তারা ছারপোকার ওষুধ রুমের চারপাশে দেওয়ার পাশাপাশি তোশক ও তাদের ব্যবহৃত কম্বলের দুই অংশেই ওষুধ ছিটিয়ে দেয়।
তিনি আরও বলেন, ওষুধ ছিটিয়ে বাসার সব জানালা বন্ধ করে দেয়। আর এতে কোনও ধরণের অক্সিজেন বাইরে যেতে পারিনি। ফলে সারারাত এই ওষুধের বিষক্রিয়া হয়ে দুই বোন অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় আয়শার মার গলির একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এতে বিষক্রিয়ায় মারা যান রাহিমা আক্তার (২৪) ও ফজিলা আক্তার (১৬)। একটি কক্ষেই এই দুই বোন থাকতেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ