পটুয়াখালীর গলাচিপায় পূজা, অঞ্জলি প্রদান ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা সরকারি কলেজের সনাতন ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এর আগে কলেজ প্রাঙ্গণে সকালে শুক্লা পঞ্চমী তিথিতে হংসবাহনা দেবীর পূজার্চনা ও পুষ্পাঞ্জলি প্রদানের মধ্য দিয়ে পূজা শুরু হয়।
এছাড়াও সকাল থেকে উপজেলার সকল মন্দির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪টায় কলেজ প্রাঙ্গণে ভক্তবৃন্দের প্রতিমা দর্শন ও প্রসাদ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল