গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে শনিবার দিনব্যাপী আয়োজন করা হয়েছে পিঠা উৎসব।
সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে সকালে ফিতা ও কেক কেটে এ উৎসবের উদ্বোধন করেন কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র আহাদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, চাপাইর বি বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের শিক্ষক বশির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জব্বার, কালিয়াকৈর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
এ ছাড়া উন্মুক্ত মঞ্চে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন