ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি থেকে তুলে নিয়ে অলি মিয়া (৫০) নামের এক এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অলি মিয়া ওই গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তাতুয়াকান্দি গ্রামের ইকবাল হোসেনের সঙ্গে অলি মিয়ার বিরোধ চলে আসছিল। এ কারণে তিনি বাড়িতে থাকতেন না। দীর্ঘদিন পর বিকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। পূর্ব বিরোধের জের ধরে অলি মিয়ার উপর হামলা চালায় ইকবাল ও তার লোকজন। এসময় তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর বাঞ্ছারামপুর থানা পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ইকবালের স্ত্রী শিল্পী বেগম (৪০), তার কন্যা স্বর্ণালী আক্তার (২০), ইকবালের সহযোগী মুরশিদ মিয়া (৪৫), ফুল মিয়া (৩৫) কে গ্রেফতার করেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সোমবার বিকালে বলেন, এখনো বাদীপক্ষ মামলা নিয়ে আসেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
নবীনগর ও বাঞ্ছারামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, ইকবালের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অন্তত ১০টি মামলা রয়েছে। পূর্ব বিরোধের জেরেই প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।
বিডি প্রতিদিন/এএম