বগুড়ার শেরপুর উপজেলায় অজ্ঞাত গাড়িচাপায় জাহিদ হাসান (১৯) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টায় পৌর শহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার বাবলু মিয়ার ছেলে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন জানান, জাহিদ মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল করে শেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। কলেজ রোড এলাকায় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত এক গাড়ি মোটরসাইকেলে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, আইনি পদক্ষেপ শেষে জাহিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়ি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিডি প্রতিদিন/এএম