নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পাঁচটি ইউনিয়নে পৃথক স্থানে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রা কর্মসূচি পালন করেছে।
এদিকে একই সময়ে প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ কর্মসূচি নিয়ে মাঠে ছিল।
শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে গাজীর বাজার-হীরাপুর সড়কে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. খোরশেদ আলম ভূইয়ার নেতৃত্বে পদযাত্রা কর্মসূচিতে দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহনেওয়াজ খান, পৌর বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসিন ভূইয়া, জাহের ভূইয়া, জাহাঙ্গীর আলম ভূইয়া ও মনির মুন্না প্রমুখ। সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সভাপতি আল আমিন ভূইয়া।এদিকে দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গাজীর বাজারে উপস্থিত হয়ে শান্তি সমাবেশ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজনু মিয়া, আওয়ামী লীগ নেতা অহিদ ভূইয়া, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. ইব্রাহীম ভূইয়া লিটন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান সজিব প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই