নীলফামারীর সৈয়দপুরে ২০টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের অভিযানিক দল।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সৈয়দপুর-রংপুর সড়কের কামারপুকুর এলাকায় পঞ্চগড়গামী একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জে সিংগাইর এলাকার আব্দুর রহিম ও মোহাম্মদ উল্লাহ। ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের স্বর্ণের বারের দাম প্রায় দুই কোটি টাকা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন দফতরটির পরিদর্শক শফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/আরাফাত