১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৩৩

কুষ্টিয়ার খোকসায় বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্য

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় বৃদ্ধার মৃত্যু নিয়ে রহস্য

কুষ্টিয়ার খোকসায় দিনের বেলায় ডাকাতির সময় গৃহকত্রীর গলায় তার পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ি ফিরে তালাবদ্ধ ঘর খুলে এক ব্যক্তিকে পাওয়া যায়। মৃত বৃদ্ধার স্বজনদের দাবি, ঘরে থাকা ব্যক্তি ডাকাত।

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে উপজেলা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বি-মির্জাপুর গ্রামে শহিদুজ্জামানের বাড়িতে ডাকাতির লক্ষ্যে একদল ডাকাত হানা দেয়। গৃহকত্রী মনোয়ারা বেগম তাদের চিনে ফেলেন। একপর্যায়ে ডাকাতেরা বৃদ্ধা মনোয়ারা বেগমের গলায় বিদ্যুতের মোটা তার ও ওড়না পেঁচিয়ে ফেলে রেখে যায়। এ সময় মনোয়ারা সংজ্ঞাহীন ছিলেন। পরে প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃদ্ধার মৃত্যু হলে পরিবারের লোকেরা মৃতদেহ নিয়ে বাড়ি ফেরে। এ সময় গৃহকত্রীকে যে ঘর থেকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গিয়েছিল সেই ঘরের তালা খুলে জিহাদ নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ডাকাত সন্দেহে আটক জিহাদ একই গ্রামের হেলাল শেখের ছেলে।

বৃদ্ধার ছেলে বাসারুজ্জামান বলেন, তিনি বাড়ির বাইরে ছিলেন। ফোনে মায়ের অসুস্থতার কথা জেনে হাসপাতালে ছুটে যান। সেখানে মাকে  মৃত পেয়েছেন। তবে বাড়ি ফিরে অনুমান করছেন, ডাকাতেরা তার ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে গেছে। তিনি আরও বলেন, ডাকাতেরা সংখ্যায় কয়েকজন ছিল। তাদের দুইজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আর ঘরে আটকা পড়ে প্রতিবেশীর ছেলে জিহাদ।

খোকসা পৌরসভার প্যানেল মেয়র ও ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান টিপু ঘটনার বর্ণনা দিয়ে জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার ভাবি মনোয়ারার গলায় বিদ্যুতের তার  ও ওড়না পেঁচানো অবস্থায় পান। ঘরে তালা দিয়ে বৃদ্ধাকে (ভাবিকে) হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে বন্ধ ঘরের তালা খুলে জিহাদকে পান। জিহাদ তার ভাবির হত্যাকারী বলে অভিযোগ তার। 

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, হত্যাকাণ্ডটি রহস্যজনক। আটক যুবকের দাবি, সে প্রতিবেশীর মৃত্যুর খবর শুনে গিয়েছিল। আবার পরিবারের লোকেরা হাসপাতালে জানায়, বৃদ্ধা বিদ্যুতায়িত হন। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর