পটুয়াখালীর গলাচিপায় মুখপোড়া হনুমানকে পিটিয়ে হত্যা করে মাটি চাপা দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। শুক্রবার শেষ বিকেলে উপজেলার উত্তর আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পটুয়াখালী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি বলেন, হনুমানের খবর পেয়ে শুক্রবার সকালে ওই এলাকায় বন বিভাগের লোক পাঠানো হয়। এলাকার লোকজনকে সচেতন করা হয়েছে হনুমানটি মানুষের কোনো ক্ষতি করবে না। বিকালে বন বিভাগের লোক ওই এলাকা ত্যাগ করার পরে কয়েকজনে মিলে হনুমানটিকে পিটিয়ে হত্যা করে মাটি চাপা দিয়ে দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত হনুমানটিকে উদ্ধার করে নিয়ে এসেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ জানান, ওই এলাকার একটি বাসায় হনুমানটি ঢুকে একটি বাচ্চাকে আঘাত করে। পরে ওই বাচ্চার মায়ের চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে যেকোন এক ব্যক্তির লাঠির আঘাতে হনুমানটি মারা যায়। পরে বনবিভাগের লোকজনকে খবর দেয়া হয়।বিডি প্রতিদিন/হিমেল