ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাত পৌনে ১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পতিশ গ্রামের মরহুম লোকমান হোসেনের ছেলে মোঃ ফিরোজ মিয়া (৩৪), একই এলাকার কবির হোসেনের ছেলে মোহন মিয়া (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌর এলাকার মরহুম আবু জাহেরের ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মোটর সাইকেলে করে তিন অস্ত্রধারী যুবক আসছে। পরে সদর থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ আগে থেকেই সেখানে উৎপেতে থাকে। পরে ওই যুবকরা আসলে তাদেরকে তল্লাশী করে তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল ও খালি ম্যাগজিনসহ সিলভার রঙের একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। ওই পিস্তলটির দৈর্ঘ্য ৪ দশমিক ৪ ও প্রস্থ ৬ দশমিক ৪ ইঞ্চি। পিস্তলটির গায়ে প্রস্তুতকারী দেশের নাম যুক্তরাষ্ট্র লেখা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম