পটুযাখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কবিগান। শ্রী শ্রী লোকনাথ বাবার পাদুকা উৎসব উপলক্ষে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বিষকানি গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার ও রবিবার দু’দিনব্যাপী কবিগান পরিবেশন করেন দক্ষিণ বঙ্গের কবিয়াল উজ্জ্বল সরকার ও কবিয়াল মিল্টন সরকার। তাদের যুক্তিতর্ক সহস্রাধিক ভক্ত শ্রবণ করেন।
মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে পাদুকা উৎসবের সূচনা করা হয়। এরপর লোকনাথের পাদুকা স্নান, পাচালী পাঠ, আলোচনা সভাসহ নানা আচার-অনুষ্ঠান পালন করা হয়েছে। এছাড়া আগত ভক্তদের অন্নপ্রসাদ ভোজন করানো হয়।
বিডি প্রতিদিন/এমআই