১১ মার্চ, ২০২৩ ১৫:৪৯

রংপুরে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে কষ্টে আছে জনজীবন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে কষ্টে আছে জনজীবন

প্রতিটি নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় রংপুরের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো সীমাহীন কষ্টে দিন কাটাচ্ছে। বাজারের কাঁটছাট করে সংসার চালাচ্ছেন অনেকে। যে পরিবারে আগে প্রতিদিন ৩০-৪০ টাকার সবজিতে চলে যেত তা এখন দ্বিগুণ দামে হচ্ছে না। ফলে বাধ্য হয়ে আনেকে খাবার তালিকা সংক্ষিপ্ত করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরব আলোচনা হতে দেখা গেছে। 

রংপুরের সিনিয়র আইনজীবী ও লেখক জোবায়দুল ইসলাম বুলেট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্টাটাস দিয়েছেন। কবি অদ্বৈত্য মারুত বাজার দর নিয়ে ফেসবুকে ছড়া পোস্ট করেছেন। কবি মিনার বসুনিয়াসহ বাজারদর নিয়ে নেকেই ফেসবুকে নেতিবাচক মন্তব্য করেছেন। 

রংপুর নগরীর শাহীপাড়া এলাকার গৃহিনী মনিরা বেগম, রুনা লায়লাসহ অনেকেই গ্রাম থেকে ভ্যানে করে বিক্রি করতে আসা সবজি বিক্রেতাদের কাছ থেকে সবজি কিনেন প্রতিদিন। তারা  বলেন, সবজির দাম আস্বাভাবিক বেড়ে যাওয়ায় তারা খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছেন। আগে ৪/৫ জনের সংসারে যেখানে সব মিলিয়ে হাফ কেজি সবজি হলে চলতে। এখন তা অনেকটাই কমিয়ে দিয়েছেন। আগে ৩ /৪ পদ সবজি দিয়ে রান্না হলেও এখন একপদ খুব বেশি হলে দুই পদ সবজি দিয়ে তাদের দিন পার করতে হচ্ছে। তারা আরও বলেন জিনিষপত্রের দাম বেড়েছে কিন্তু তাদের গৃহকর্তাদের আয় বাড়েনি। এ অবস্থায় বাজেট কাঁটছাট করা ছাড়া উপায় নেই। 

নগরীর লোহাপট্টি এলাকার ব্যবসায়ী মোতাহার হোসেন বলেন, তার ৮ জনের সংসার। প্রতিদিন ৫০/৬০ টাকা সবজি হলে দিন চলে যেত। এখন তা দেড়শ টাকাতেও হচ্ছেনা। তিনি বলেন, শুধু সবজি নয় নিত্যপণ্যের সব জিনিষের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমসিম খাচ্ছেন তিনি। তার মত অনেকেই অবস্থা এমন। মূল্য বৃদ্ধি পাওয়ায় অনেকে তাদের খাদ্য তালিকা ছোট করেছেন। 

এদিকে নগরীর সিটি বাজারসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, করলা ৮০ টাকা, শসা ৪০-৫০ টাকা, চিকন বেগুন ৪০-৫০ টাকা, গোল বেগুন ৬০-৭০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, লেবু কাঁচামরিচ ৪০-৫০ টাকা কেজি, নতুন টমেটো ১০০ থেকে ১১০ টাকা কেজি, গাজর ৮০ টাকা থেকে ১০০, লাউ প্রতি পিস ৪০ খেকে ৬০ টাকা, সজনা ২০ টাকা কেজি, কুমড়া ৩০/৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া চাল, ডাল,আটা তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় সাধারণ মানুষের মাঝে অস্বস্তি এনে দিয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর