ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফুটনগর ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় মঙ্গলবার দুপুরে অজ্ঞাত (৭০) এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
জানা গেছে, ধামরাইয়ের ফুটনগর এলাকায় ধলেশ্বরী নদীতে মঙ্গলবার দুপুরে মরদেহটি ভাসতে দেখে পথচারীরা ধামরাই থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ণ নেই বলে জানান উদ্ধারকারী পুলিশ।
ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান নদী থেকে ভাসমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, লাশের গায়ে কোন আঘাত নেই, হয়ত পানিতে পড়ে লোকটি মারা যেতে পারে। ময়নাতদন্তের রির্পোট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ