নওগাঁর ধামইরহাটে দেশীয় তৈরি তিনটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সানোয়ার হোসেন নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার রাতে উপজেলার দিলালপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ জানায়, গ্রেফতার সানোয়ার হোসেন ও তার সহযোগী ফরিদ উদ্দিনসহ ৬-৭ জনের একটি গ্রুপ নওগাঁ জেলায় বিভিন্ন জায়গায় ডাকাতি করতেন। এমন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া দেখানো স্থান থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পাঁচটি ডাকাতি মামলাসহ মোট ১১টি মামলার তথ্য মিলেছে। তবে সিডিএমএস পর্যালোচনা করে তার নামে বিভিন্ন থানায় সাতটি মামলার তথ্য পাওয়া যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল