বগুড়ার গাবতলীতে দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আশরাফুল ইসলাম সাপলুকে (৫০) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আশরাফুল ইসলাম সাপলুর বিরুদ্ধে একটি মামলায় ২ বছর কারাদণ্ড ও ৭৪ লাখ টাকা এবং অপর মামলায় ৬ মাসের কারাদণ্ড ও ৩৮ লাখ টাকার আদেশ হয়। রায় ঘোষণা হওয়ার পর হতে আশরাফুল ইসলাম সাপলু পলাতক ছিল। পুলিশ গত সোমবার রাতে বগুড়া শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, আশরাফুল ইসলাম সাপলুকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম