নওগাঁর মহাদেবপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সুলতান মামুনুর রশিদকে সভাপতি ও মতিউর রহমানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের বাদেশ্বর ফুটবল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্মসম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও আপেল মাহমুদ। বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল। সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা কৃষক দলের আহ্বায়ক সুলতান মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান জাফির তুহিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের যুগ্নসাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল, মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু প্রমুখ। সম্মেলনে কাউন্সিলরদের ঐক্যমত্যের ভিত্তিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সাংগঠনিক দুটি পদে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়। নবগঠিত আংশিক কমিটির নেতাদের আগামী ৭দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএম