নেত্রকোনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে মতবিনিময় সভায় সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। মতবিনিময় সভায় প্রজেক্টরের মাধ্যমে ভিডিও গ্রাফি প্রেজেন্টেশন করেন এটুআই’র কন্সালটেন্ট মো. শামছুজ্জামান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, জেলা পাসপোর্ট অফিসার উম্মে কুলসুমসহ বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও শিক্ষক ছাত্রসহ সামাজিক নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই