ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাদিরদী উচ্চ বিদ্যালয়ের মাঠে আজ বিকাল ৫ টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
তিনি শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করে স্কুল সময়ে ক্লাসে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পাঠদানের উপর গুরুত্ব আরোপ করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বোয়ালমারী ইউএনও মোশরেফ হোসাইন, ইউপি চেয়ারম্যান রাফিদুল আলম মিন্টু, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, অভিভাবক আবুল কালাম আজাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল