গাজীপুরের পৌণে ৩শ’ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা (পশ্চিমপাড়া) এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার বিকেলে জিএমপি’র গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার মো: আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
আটককৃতের নাম-তৌহিদ (২৯)। সে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চানপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার মো: আসাদুজ্জামান জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা পশ্চিমপাড়া এলাকার রিপন সরকারের বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা করে আসছিল তৌহিদ। সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ওই বাড়িতে তৌহিদের ঘরে অভিযান চালিয়ে ২৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় তৌহিদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌহিদ জানিয়েছে বিক্রির জন্য ফেনসিডিলগুলো রংপুরের জনৈক আলমের (৪০) কাছ থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে ঘরে রাখা হয়েছিল।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম