বরগুনার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ. কাদের ২৮ হাজার ৩৭৪ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ওমর ফারুক জিহাদী পেয়েছেন ১৬ হাজার ৭২৮ ভোট।
ভোটার উপস্থিতির হার ছিল ২৬.৭০ শতাংশ। মোট ভোটার ছিল ১ লাখ ৭১ হাজার ৮৬ জন।
অপরদিকে একইদিনে তালতলি উপজেলার শারিকখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামি আন্দোলন মনোনীত হাতপাখার প্রার্থী ফারুক আলম খান। তার প্রাপ্ত ভোট ২ হাজার ৭৪ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন বাবুল পেয়েছেন ১ হাজার ৪৭২ ভোট। নৌকার প্রার্থী পেয়েছেন ১ হাজার ৪৪০ ভোট। মোট ভোটার ছিল ৭ হাজার ৩১১। ভোটার উপস্থিতির হার ৮১।বিডিপ্রতিদিন/কবিরুল