জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে নেত্রকোনায়।
শুক্রবার সকালে সাড় আটটায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে চেতনার বাতিঘরে পুস্পস্তবক অর্পণ করা হয়। সরকারিভাবে দিবসটি উদযাপন উপলক্ষে প্রথমেই জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পরে একে একে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট (জিপি) আমিরুল ইসলাম ও সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়াও প্রতিটি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষে পাঁচজন করে চেতনার বাতিঘরে বঙ্গবন্ধুর ম্যুর্যালে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে মোক্তারপাড়া মাঠ থেকে একটি সমন্বিত বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের অগ্রাধিকার দেওয়া হয়। পরে পাবলিক হল মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/কালাম