বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার সকালে বাগেরহাটে প্রশাসন ও জেলা আওয়ামী লীগ জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর মূরালে ফুলদিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর মূরালে প্রথমে ফুলদিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, বাগেরহাট জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বাগেরহাট প্রেসক্লাব ছাড়াও সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
পরে শহরের শালতলায় জেলা পরিষদ অডিটরিয়ামে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচলা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম