সিরাজগঞ্জের বেলকুচিতে নিয়ন্ত্রণ হারিয়ে সোহান (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
শুক্রবার সকালে বেলকুচি-বানিয়াগাঁতী আঞ্চলিক সড়কের বানিয়াগাঁতি কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত সোহান বেলকুচির বওরা পশ্চিম পাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সোহান ও তার দুই বন্ধু বানিয়াগাঁতী কবরস্থান এলাকা দিয়ে যাচ্ছিলো। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। অপর দুই আরোহীর অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম