খাগড়াছড়িতে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে খাগড়াছড়ি সদরের সরকারি শিশু পরিবারে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে জাতির পিতার জন্মবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করা হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী উপস্থিত ছিলেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো শহরে আনন্দ শোভাযাত্রা করে। পৌর টাউন হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সরকারি বেসরকারি দপ্তর ও সংগঠন।
বিডিপ্রতিদিন/কবিরুল