কিশোরগঞ্জে নানা আনুষ্ঠানিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
শুক্রবার জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে। সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পন করেন।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে আলোচনা সভা, উন্মুক্ত স্থানে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি ও চলচ্চিত্র প্রদর্শনী, জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক ও ডকুমেন্টারি প্রদর্শন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার, শিশুদের সঙ্গে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা।
বিডি প্রতিদিন/এএম