নেত্রকোনায় শিশুদের নিয়ে ১০৩ পাউন্ডের কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করা হয়েছে। জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে শুক্রবার দুপুরে এই বিশাল কেক কাটার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ছোট শিশুদের নিয়ে কেক কেটে প্রথমে ক্ষুদে শিশুদের মুখে তুলে দেন। এরপরে সকলের মাঝে বিতরণ করেন।
ভিন্ন এই আনন্দে সাথে ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটনসহ রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ বঙ্গবন্ধুর আদলে সেজে আসা ক্ষুদে শিক্ষার্থীরা।
এরপর আলোচনা অনুষ্ঠান শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল