১৭ মার্চ, ২০২৩ ২২:৪৯

‘বঙ্গবন্ধুর আদর্শের শিশুরাই হতে পারে স্মার্ট দেশ গঠনে সামনের সারির যোদ্ধা’

অনলাইন ডেস্ক

‘বঙ্গবন্ধুর আদর্শের শিশুরাই হতে পারে স্মার্ট দেশ গঠনে সামনের সারির যোদ্ধা’

বঙ্গবন্ধুর শিশুসুলভ হৃদয় ছিল মন্তব্য করে ঢাকা টাইমস ও এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়ে ওঠা আজকের এই শিশুরাই হতে পারে স্মার্ট বাংলাদেশ গঠনের সামনের সারির যোদ্ধা। এই শিশুরা যদি বঙ্গবন্ধুর আদর্শে বড় হয়, নিজেদের সেই আদর্শে গড়ে তোলে, তবে নিশ্চয়ই একদিন বাংলাদেশ বিশ্বের মধ্যে পাল্লা দিয়ে চলতে পারবে। স্বগৌরবে মাথা উঁচু করে জয়ী হবে যেকোনো চ্যালেঞ্জে। তাই এই শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে আমরা যেন একযোগে কাজ করি। তাহলেই বঙ্গবন্ধুর আদর্শের বাস্তবায়ন হবে।

শুক্রবার রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে  ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২ নং গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর নানামুখী অবদান ও আত্মত্যাগ তুলে ধরে আরিফুর রহমান দোলন বলেন, এই মানুষটির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, আজকের এই পদ্মা সেতু হতো না, দেশের চলমান এই উন্নতি অগ্রগতি-  সেটাও সম্ভব হতো না। আমরা স্বাধীনতাও পেতাম না। 

বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন, স্নেহ করতেন। শিশুসুলভ একটি হৃদয় ছিল তার। মানুষটির হৃদয় যেমন অত্যন্ত কোমল-মানবিক, তেমনি ইস্পাত কঠিন দৃঢ়তা ছিল স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। 

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে ঢাকা টাইমস সম্পাদক বলেন, আগামীতে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে জয়ী হতে হলে ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য কাজ করে যেতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলীম সুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন চুন্নু, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজা মিয়া প্রমুখ। 

আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর