নেত্রকোনায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সাত্তার শনিবার দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৬টার দিকে জেলা শহরে অভিযান চালানো হয়।
অভিযানে মেহেদী হাসান পরাগ (৩২) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ১৭শ ২৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত পরাগ জেলার বারহাট্টা উপজেলার বারহাট্টা বাজার এলাকার আব্দুল কাদিরের ছেলে।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম