বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা, আলোচনা সভা ও সংগীত পরিবেশন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নওয়াব ফয়জুন্নেছা কলেজের অধ্যক্ষ প্রফেসর মিতা সফিনাজ।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. শামছুল ইসলাম। সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক আবুল হাছানাত মো. মাহবুবুর রহমান। মুখ্য আলোচক ছিলেন কলেজ শিক্ষক প্রফেসর মো. এ এম কামরুজ্জামান। আলোচনা করেন ছাত্র প্রতিনিধি নাজমুল হাছান তানিম ও রাকিব হোসেন।
অধ্যক্ষ প্রফেসর মিতা সফিনাজ বলেন, বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন। তিনি শিশুদের ভালোবাসতেন। বঙ্গবন্ধু বলতেন, আমার সন্তানরা থাকবে দুধে-ভাতে। তার স্বপ্ন সত্যি হতে চলেছে। স্মার্ট বাংলাদেশের পথে হাঁটছে আমাদের দেশ।
বিডি প্রতিদিন/এমআই