নেত্রকোনার হাওরাঞ্চলে ফসলরক্ষা ডুবন্ত বাঁধ মেরামতকরণ কাজে জেলার সকল পিআইসিদের নিয়ে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এ সভা হয়।
পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনার আওতাধীন হাওরাঞ্চলে বিভিন্ন স্থানে বাঁধের সার্বিক পরিস্থিতি সকলের সামনে তুলে ধরতে ২০৬ টি পিআইসির নেতৃবৃন্দদের ডাকা হয় এ সভায়। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এসময় সংশ্লিষ্ট সাত উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সামনে পিআইসির সকল সভাপতিগণ উপস্থিত থেকে কাজের ফিরিস্থি তুলে ধরেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকারের পরিচালনায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান সার্বিক কাজের চিত্র তুলে ধরলে এর উপর বিভিন্ন পিআইসি নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত প্রকল্প বাস্তবায়নকারী কমিটির সভাপতিবৃন্দ। পরে সকলের মতামতের ভিত্তিতে জেলার কাবিটা স্কিম বাস্তাবায়ন ও জেলা মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক শতভাগ সচ্ছতার সাথে বাকী কাজ শেষ করার নির্দেশনা দেন।
বিডি প্রতিদিন/হিমেল