জয়পুরহাটে বঙ্গবন্ধুর জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প করে স্বাস্থ্যসেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী জেলার পাঁচবিবি উপজেলার পাগলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু।
ছমির উদ্দিন চৌধুরী ওয়াকফ এস্টেট আয়োজনে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসবির সাবেক এডিশনাল এসপি এনামুল হক চৌধুরী, আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তাওহীদ, সমাজ সেবক রফিকুল ইসলাম চৌধুরী ( শাহীন) সাংবাদিক শামিমুজ্জামান চৌধুরীসহ প্রমুখ। ফ্রি এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে দেড় হাজার রোগীকে চিকিৎসাসেবা দেন। এ সময় বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রতি বছর তৃণমূল পর্যায়ে অসহায়, দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত এ ধরনের উদ্যোগ প্রতিবছর অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ