মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে ইটভাটার মাটি রাস্তায় ফেলে চলাচলের বিঘ্ন ঘটনোর অপরাধে ৫০ হাজিার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী এ অভিযান পরিচালনা করে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী জানান, ইটভাটা মালিক তাদের গাড়ি সড়ক দিয়ে মাটি বহন করে ইটভাটায় নিচ্ছে। এতে সড়কে কাঁদা সৃষ্টি হচ্ছে। চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। শনিবার এমন চিত্রের সত্যতা পাওয়া যায়। ইটভাটার মালিক দিপু মিয়া বিষয়টি স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এএম