বাগেরহাটে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের সামনে জেলা তাঁতী লীগের কার্য্যালয় থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
বাগেরহাট জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকীর সভাপতিত্বে তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক ফকির ইফতেখারুল ইসলাম রানা, সদর থানা তাঁতী লীগের সভাপতি জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক লিটু দাস, পৌর তাঁতী লীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, সাধারণ সম্পাদক আরাফাত মীরসহ প্রমুখ।
এসময় বাগেরহাট জেলা ও উপজেলা তাঁতী লীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে কেক কেটে তাঁতী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বিডি প্রতিদিন/এএম