ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গৃহ ও ভূমিহীনদের জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্য ২৫৪টি পরিবারকে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একযোগে তৃতীয় ও চতুর্থ পর্যায়ের দলিল ও নির্মাণকৃত গৃহ সমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন।
সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উপজেলায় ৩৯৭ টি ঘর দেওয়া হয়েছে। তৃতীয় ও চতুর্থ পর্যায়ে আরো ২৫৪টি ঘর প্রদান করা হবে। এর মধ্যে বিধবা নারী ২৮ জন,স্বামী পরিত্যক্তা ১৫, ভিক্ষুক ৭ প্রতিবন্ধী ৬ ও গৃহহীন ১৯৮ জন নতুন ঘরের চাবিসহ জায়গার দলিল বুঝে পাবেন।
বিডি প্রতিদিন/এএম